স্টুডেন্টের কোচিং-এ ভর্তি করানোর ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা হয়।
নতুন ভর্তির জন্য এডমিন Admission > Add New তে Click করলে নিম্নের Admission Form টি দেখতে পাবে। সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট দিয়ে তারপর Save বাটনে Click করলে ভর্তির ফরমটি Save হয়ে যাবে।
FIG- ADMISSION FORM
সকল ভর্তিকৃত স্টুডেন্টের Admission Information দেখতে হলে এডমিন Admission > All Admissions এ Click করে তা দেখতে পারবে।
FIG- ALL ADMISSIONS
এডমিন যদি চায় এখান থেকে – এই আইকনে Click করেও আবার নতুন স্টুডেন্ট ভর্তি করাতে পারবে।
Search বার থেকে এডমিন নির্দিষ্ট স্টুডেন্টের ভর্তির ইনফরমেশন বের করতে পারবে।
Admission Details দেখার জন্য এডমিন – এই আইকনে Click করলে নিম্নের চিত্রের মত নির্দিষ্ট স্টুডেন্টের Admission Details দেখতে পারবে এবং তা Print বাটনে Click করে প্রিন্টও করতে পারবে।