- কোচিংয়ের সকল পরিক্ষার ইনফরমেশন রাখা, সেই সাথে পরিক্ষায় শিক্ষার্থীর উপস্থিতি এবং পরিক্ষার নাম্বার ইত্যাদি ডাটা মেইনটেইন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।
- Exam Add করার জন্য এডমিন Exam < Add New তে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে এবং সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট দিয়ে Save বাটনে Click করলে Exam Add হয়ে যাবে।

- সকল পরিক্ষার লিস্ট একসাথে পেতে এডমিন Exam < All Exam- এ Click করলে তা পেয়ে যাবে।

- এডমিন যদি চায় এখান থেকে
– এই আইকনে Click করেও আবার নতুন করে Exam Add করতে পারবে।
- নির্দিষ্ট পরিক্ষা অনুসন্ধানের জন্য এডমিন Search বার-এ সেই পরীক্ষার নাম দিয়ে তা অনুসন্ধান করতে পারবে।
- Exam Info Edit করার জন্য এডমিন
– এই আইকনে Click করে তা করতে পারবে।
- শিক্ষার্থীদের পরীক্ষার নাম্বার দেওয়ার জন্য এডমিন
– এই আইকনে Click করলে Participant List দেখতে পাবে।এরপর সেখানে যার যার Marks লিখে Send SMS বাটনে Click করলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার নাম্বার জানতে পারবে।
বিঃদ্রঃ- পরীক্ষার নাম্বার Send করা হয়ে গেলে এডমিন সেই পরীক্ষার ইনফরমেশন আর এডিট করতে পারবে না।