- কোচিং এর ব্যাচ সমূহ নির্দিষ্ট করে দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।
- এডমিন Batch Add করার জন্য Batch > Add New তে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে। সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট দিয়ে এবং শিক্ষার্থীদের যদি গিফট দিতে চায় সেই ক্ষেত্রে Available Gift এর চেক বক্সে Click করে Save বাটনে Click করলে ব্যাচ অ্যাড হয়ে যাবে।

- সকল ব্যাচ একসাথে দেখার জন্য Batch > All Batches এ Click করলে নিম্নের চিত্রের মত এডমিন সকল Course দেখতে পারবে।

- এডমিন যদি চায় এখান থেকে
– এই আইকনে Click করেও আবার Batch Add করতে পারবে।
- Search বার থেকে এডমিন নির্দিষ্ট ব্যাচ অনুসন্ধান করতে পারবে।
- Batch এডিট করার জন্য এডমিন
– এই আইকনে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে এবং সেখানে এডমিন নিজের প্রয়োজন মত ইনফরমেশন দিয়ে Batch এডিট করতে পারবে।

- Class Schedule দেখতে হলে এডমিন
– আইকনে Click করে তা দেখতে পারবে।
- ব্যাচ ভিত্তিক মাসিক বিল তৈরির জন্য এডমিন
– এই আইকনে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে এবং সেখানে এডমিন নিজের প্রয়োজন মত ইনফরমেশন দিয়ে Save বাটনে Click করলে Bill Create হয়ে যাবে।

- All Batches থেকে এডমিন যদি কোচিং এর কোন ব্যাচ Disable করতে চান তাহলে
– এই আইকনে Click করে তা করতে পারবে।পুনরায় আবার Enable করার ক্ষেত্রে
– এই আইকনে Click করলে তা আবার Enable হয়ে যাবে।