কোচিং প্রতিষ্ঠানের যেকোনো প্রকার অফিসিয়াল জিনিসপত্র ক্রয় এবং প্রতিষ্ঠানের যেকোনো খরচ যুক্ত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।
এডমিন Stock > All Stocks- এ Click করার পর সকল স্টক দেখতে পাড়বে।
FIG- ALL STOCKS
নতুন স্টক যুক্ত করতে এডমিন -এই বাটনে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে।
FIG- ADD STOCK
উপরের চিত্র অনুযায়ী কোচিংয়ের জন্য যখন কোন অফিসিয়াল খরচ করা হবে বা কোন অফিসিয়াল জিনিসপত্র কেনা হবে সেই ক্ষেত্রে এডমিন Purchase এর বুলেট পয়েন্টে Click-এ করবে এরপর কিছু Purchase Head দেখতে পাবে। তখন যেই জিনিসটি ক্রয় করা হবে সেই Purchase Head এর চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Quantity আর Amount লিখে Save বাটনে Click করলে সেটি Purchase হয়ে যাবে।
আবার প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ যেমন- টিচার এবং স্টাফদের বেতন ইত্যাদির ক্ষেত্রে এডমিন Other Expense- এর বুলেট পয়েন্টে Click করবে এরপর কিছু Head দেখতে পাবে। Expense অনুযায়ী নির্দিষ্ট Head সিলেক্ট করে তারপর Amount লিখে Save বাটনে Click করলে তা প্রতিষ্ঠানের খরচ হিসেবে যুক্ত হয়ে যাবে।
এডমিন Search বারে নির্দিষ্ট Head Name দিয়ে অনুসন্ধান ও করতে পারবে।
Stock Details দেখার জন্য এডমিন Details বাটনে Click করবে এবং Stock থেকে যা কিছুই Consume করা হবে তা নির্ধারণ করে দেওয়ার জন্য Consume বাটনে Click করে তারপর Consume Quantity লিখে Save বাটনে Click করতে হবে।