ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের লিস্ট দেখা এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।
All Students List দেখতে এডমিন Student-এ Click করে তা দেখতে পারবে।
Fig- All Students
শিক্ষার্থীকে অনুসন্ধান করার জন্য এডমিন Search বার-এ শিক্ষার্থীর নাম দিয়ে তা করতে পারবে।
শিক্ষার্থীর Details দেখার জন্য এডমিন – এই আইকনে Click করে তা দেখতে পারবে।
শিক্ষার্থীদের ইনফরমেশন এডিট করার জন্য এডমিন – এই আইকনে Click করলে নিম্নের Interface-টি দেখতে পাবে এবং সেখানে এডমিন যা যা এডিট করতে চায় তা ইনপুট দিয়ে Update বাটনে Click করলে তা এডিট হয়ে যাবে।
FIG- STUDENT EDIT
এডমিন – এই আইকনে Click করে শিক্ষার্থীদের Admission Details এবং All Bills উভয়ই দেখতে পারবে। Payment এর জন্য Pay বাটনে Click করলে Student Payment Form আসবে সেখানে শুধু Amount লিখে Paid বাটনে Click করলে Payment হয়ে যাবে।
শিক্ষার্থীদের নির্দিষ্ট ব্যাচে ভর্তি করানোর পর যখন উপহার দেওয়া হয় এরপর এডমিন – এই আইকনে Click করে কিছু Student Gift List দেখতে পাবে।এরপর যেই উপহারটি দেওয়া হয়েছে তার পাশে টিক চিহ্ন দিবে।
কোন শিক্ষার্থীকে এস.এম.এস পাঠাতে হলে এডমিন -এই আইকনে ক্লিক করে তা করতে পারবেন।
All Students থেকে এডমিন যদি কোচিং এর কোন Student-কে Disable করতে চান তাহলে – এই আইকনে Click করে তা করতে পারবে।পুনরায় আবার Enable করার ক্ষেত্রে – এই আইকনে Click করলে তা আবার Enable হয়ে যাবে।