লাইভ ক্লাস
লাইভ ক্লাস নেয়ার জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট সংযোগ আর একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার। এর পাশাপাশি হেডফোন আর ভাল ছবি পেতে চাইলে ওয়েবক্যাম। ব্যস, যথেষ্ট।
হ্যাঁ, শিক্ষার্থীরা মোবাইল (স্মার্টফোন) দিয়ে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও পারবে। তবে, শিক্ষক, যিনি ক্লাস নিবেন তাকে অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে ক্লাস নিতে হবে।
না, লাইভ ক্লাসের জন্য কোনো মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে না। এডুমেশন ব্রাউজারভিত্তিক ওয়েব অ্যাপ। তাই, সব কার্যক্রম ব্রাউজার দিয়েই চলে। এজন্য আলাদা অ্যাপ ডাউনলোডের ঝামেলা নেই।
অন্য অ্যাপ এর মত আমাদের কোনো সেশন লিমিট নেই। অর্থাৎ, ৪০ মিনিট বা ১ ঘণ্টা নয়, আপনি আনলিমিটেড ডিউরেশন ধরে ক্লাস নিতে পারবেন এক সেশনে।
বর্তমানে এডুমেশনে লাইভ ক্লাসে একটি সেশনে একসাথে সর্বোচ্চ ৭০ জন শিক্ষার্থী জয়েন করতে পারেন। যদিও আমরা ভাল সম্প্রচার মানের জন্য সংখ্যাটি ৫০ থেকে ৬০ এর মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধ জানাই। আমরা চেষ্টা করছি সংখ্যাটি বাড়ানোর জন্য, তবে এই মুহূর্তে এটি সর্বোচ্চ ৭০।
লাইভ ক্লাসে একসাথে একই সময়ে আনলিমিটেড সংখ্যক সেশন নেয়া যায়। অর্থাৎ একটি এডুমেশন একাউন্টে যতজন শিক্ষক থাকুক তারা সবাইই একই সময়ে একাধিক ব্যাচের একাধিক ক্লাস একইসাথে নিতে পারবেন।