fbpx

ব্যয় ব্যবস্থাপনা

প্রয়োজনমত একাধিক ব্যয়ের খাত তৈরি করা যায় কোচসিসে। সেই সব খাতের আওতায় বিল তৈরি করা যায়। এর বাইরে শিক্ষক এবং কর্মচারিদের জন্য বিল তৈরির বা ব্যয়ের হিসাব রাখার সুযোগ তো আছেই। স্টক ইনভেন্টরির আওতায় নানা পণ্য কেনার বিষয়টিও এই ব্যয় ব্যবস্থাপনার সাথে সংযুক্ত।