কোন পরীক্ষায় কে কত পেলো সেটা প্রত্যেকের একাউন্টে চলে যাবে মুহূর্তেই। শিক্ষার্থীরা প্রত্যেকেই যার যার ফলাফল দেখতে পাবে। আর এসএমএস নোটিফিকেশনে এই ইভেন্ট এনাবল তো কথাই নেই। চলে যাবে যার যার মোবাইল নাম্বারেও। সেখানে শিক্ষার্থীর নিজের মার্ক, সর্বোচ্চ মার্ক, গড় মার্ক, তার মেধাতালিকায় অবস্থানের উল্লেখও থাকবে।
শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ কোচসিসে এন্ট্রি করার পর থেকেই তারা তাদের পোর্টালে একে দেখতে পাবে আপকামিং এক্সাম হিসেবে। মার্ক দেয়ার কাজটা একেবারে সহজতর। শুধুমাত্র মার্ক এন্ট্রি করলেই কোচসিস বাকি সব কাজ করে নিবে। মেধাতালিকা তৈরি করা, সর্বোচ্চ মার্ক খুঁজে নেয়া, গড় মার্ক বের করা – সব কোচসিসই করবে।
এখানেই শেষ নয়। মাসিক, ত্রৈমাসিক বা অন্য যেকোনো সময়ের ভিত্তিতে কিংবা নির্দিষ্ট কোনো গুচ্ছ মডেল টেস্টে পুরো ব্যাচের সব পরীক্ষার সম্মিলিত ফলাফল ও সেই অনুযায়ী মেধাতালিকাও স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেয় কোচসিস। সুযোগ আছে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন রেজাল্ট কার্ড/ রিপোর্ট কার্ড প্রিন্ট করে নেয়ার। একাডেমির লোগো ও ঠিকানা সংবলিত যে রিপোর্ট কার্ডে থাকবে সেই সময়ে বা সেই গুচ্ছ মডেল টেস্টে দেয়া শিক্ষার্থীর নিজের সব পরীক্ষার মার্ক এবং সবগুলো পরীক্ষা মিলিয়ে সম্মিলিত মেধায় তার ব্যাচে নিজের অবস্থান।