কোচসিসের প্রায় সব ইভেন্টের সাথে ইন্টিগ্রেট করা আছে এসএমএস। অনলাইনে লাইভ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এসএমএস চলে যাওয়ার মত ফিচার থেকে শুরু করে শিক্ষার্থীদের ভর্তি, পেমেন্ট, পরীক্ষার মার্ক কিংবা নোটিশেও চলে যাবে এসএমএস। শুধু তা-ই নয়, চাইলে সেই এসএমএসগুলো নিজেদের মত করে কাস্টোমাইজ করে নিতে পারেন এডমিন।
কোচসিসের প্রতিটি গ্রাহকের জন্য আছে নিজস্ব প্রো এসএমএস একাউন্ট। এই একাউন্টে কোচসিস থেকেই লগইন করে দেখে নিতে পারেন এসএমএস এর বিস্তারিত রিপোর্ট। কখন কার কাছে কোন এসএমএস গেলো। ডেলিভারি হল কিনা, না হলে কেন হল না, তার সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন প্রো এসএমএস একাউন্টে। উল্লেখ্য, এসএমএস এর চার্জ কোচসিসের সাবস্ক্রিপশন ফি এর সাথে সংযুক্ত নয়। এর জন্য প্রো এসএমএস এর নির্ধারিত প্যাকেজ অনুযায়ী চার্জ প্রযোজ্য।