fbpx

টিচার্স পোর্টাল

কোচসিসে শিক্ষকদের জন্য একান্ত নিজস্ব টিচার্স পোর্টাল আছে। কোচসিস ব্যবহারকারী কোনো একাডেমির একজন শিক্ষক তার একাউন্টে লগইন করে টিচার্স পোর্টালে তার সম্পর্কিত সব তথ্য এক পলকে দেখে নিতে পারেন। তার কখন কোন ব্যাচের সাথে কী বিষয়ে ক্লাস আছে তার পূর্ণাঙ্গ ক্লাস শিডিউল দেখতে পান। তার একাডেমি কোচসিস প্রিমিয়াম গ্রাহক হলে সেই ক্লাস শিডিউল এর সময় অনুযায়ী তিনি অনলাইনেই লাইভ ইন্টারএকটিভ ক্লাস নিতে পারেন। লাইভ ক্লাসের ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয় কোচসিস। তবে, অফলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য এসাইনকৃত শিক্ষক নিজের একাউন্ট থেকেই নিতে পারেন।

প্রতিটি ক্লাসের বিপরীতে কী পরিমাণ অর্থ পাচ্ছেন সেটাও টিচার্স পোর্টাল থেকে দেখে নিতে পারেন একজন শিক্ষক। ক্লাসের বিল, ক্লাসের বাইরে্র যেকোনো কাজের জন্য তৈরি বিল, তার ভেতর কোনটা পুরো পরিশোধ হল বা কোনটা বকেয়া রয়ে গেল – এসবের বিস্তারিত দেখতে পারেন।

নোটিশবোর্ডে শিক্ষকদের জন্য কোনো নোটিশ থাকলে সেটাও দেখতে পারেন একজন শিক্ষক।