fbpx

কোনো এক বা দুই মাস এডুমেশন সাবস্ক্রিপশন বন্ধ রেখে আবার চালু করা যাবে?

না, এমন সুযোগ নেই। এডুমেশনের সাবস্ক্রিপশন কোনো মাসে পরিশোধ না করলে তার পরের মাসেই আপনার একাউন্ট সমস্ত ডাটা সহ ডিলিট হয়ে যাবে। কোনো এক বা দুই মাস বন্ধ রেখে আবার চালুর সুযোগ নেই, কারণ, যে এক বা দুই মাস আপনি আপনার একাউন্ট বন্ধ রাখবেন সেই সময়ের সার্ভার খরচও আমাদের বহন করতে হবে। সেজন্য একান্তই বন্ধ রাখতে চাইলে আপনি বন্ধ রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে শুরু করার সময় আপনি আপনার পূর্বের ডাটা আর পাবেন না।

Comment on this FAQ

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।