fbpx

এডুমেশন কী ও কেন?

এডুমেশন মূলত একটি ওয়েব অ্যাপ যা তৈরি করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটালাইজেশনের ছোঁয়া পৌঁছে দেয়ার লক্ষ্যে।


বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সংযুক্ত হতে পারবেন আপনার শিক্ষার্থী এবং আপনার একাডেমির সব শিক্ষকেরাও। শিক্ষার্থীদের ভর্তি করানো থেকে শুরু করে, অনলাইনে ইন্টারেকটিভ লাইভ ক্লাস নেয়া যেখানে সরাসরি ছাত্র-শিক্ষক সবাই কথা বলতে পারবে, ক্লাস শুরুর সাথে সাথেই তাদের মোবাইলে এসএমএস যাওয়া, অনলাইন ক্লাসে যোগ দিলে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি নিয়ে নেয়া, ব্যাচ বা ক্লাসভিত্তিক লেকচার শিট শেয়ার করা, লাইভ চ্যাটে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের ভর্তি ফি/ মাসিক ফি জেনারেট করা, শিক্ষকদের ক্লাসভিত্তিক বিল জেনারেট করা, নোটিশ দেয়া, বকেয়া থাকলে তার নোটিফিকেশন পাঠানো, অনিয়মিত শিক্ষার্থীদের একাউন্ট ডিএক্টিভের ব্যবস্থা, পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল এসএমএসে পাঠানোর সুযোগ, প্রচারণার জন্য বাল্ক এসএমএস ক্যাম্পেইনের ব্যবস্থা – এত সবকিছুই সামাল দিতে এডুমেশন একাই যথেষ্ট।


এডুমেশন-এর ডেভেলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া। আমাদের টিম প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে একে আরো সমৃদ্ধ করার জন্য। আমরা নতুন রিলিজ করা ফিচারের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো অর্থ দাবী করি না। একইসাথে সব গ্রাহকই সেই সব ফিচারের আপডেট তাদের ইনস্টেন্সে পেয়ে যান। এই ক্রমাগত আত্মোন্নয়নের পেছনে দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা গ্রাহকেরাই আমাদের প্রেরণা। দেশের সব জেলা পেরিয়ে দ্রুত বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে এডুমেশন, ভূমিকা রাখবে শিক্ষার সুবিস্তারে, সহায়তা করবে আরো অসংখ্য শিক্ষা উদ্যোক্তাদের – এটাই আমাদের চাওয়া।

এডুমেশন-এর ফিচারের সুবিধা দেয়ার ক্ষেত্রে আমরা ছোট বা বড় কোনো বিভেদ রাখিনি। আমাদের বিশজনের ব্যাচ নিয়ে ক্লাস করানো শিক্ষক তার এডুমেশন একাউন্টে যেসব ফিচার পাচ্ছেন, দুই হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে চলা একাডেমির এডুমেশন একাউন্টেও একই ফিচার। সাবস্ক্রিপশন ফি-র পার্থক্য রাখা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যার ওপর ভিত্তি করে, সেটাই আমাদের যৌক্তিক মনে হয়েছে।

এডুমেশনে ফ্রি ট্রায়াল দেয়ার সুযোগ আছে। ট্রায়াল দিয়েই সিদ্ধান্ত নিন, যোগাযোগ করুন আমাদের সাথে। এডুমেশন-এর আওতায় না আসার একটাই কারণ থাকতে পারে, এডুমেশন সম্বন্ধে না জানা। সেটা বলার সুযোগ যে এখন আর নেই!